পূর্ব নাসিরাবাদ ক্রীড়াচক্র আয়োজিত সুপ্রভাত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল নগরীর ওমরগনি এমইএস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে আব্দুর রহমান ভূইয়া স্মৃতি সংসদ ১-০ গোলে আরিফ স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছকিনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি ও সাবেক খেলোয়াড় মানিক উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন অপু, জুয়েল আহম্মদ , শাহ আলম, মোহাম্মদ খালেক, দিদারুল আলম, জাবেদ হোসেন সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












