সুপ্রভাত বাংলাদেশের ব্যবস্থাপক (প্রেস) সালাহউদ্দিন পারভেজ (৫২) গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্লাহ ভূঁইয়ার কনিষ্ঠ সন্তান সালাহউদ্দিন পারভেজ মৃত্যুকালে স্ত্রী, সন্তান, তিন বোন এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১১ টায় তাকে নগরীর সিঅ্যান্ডবি কলোনি মসজিদে জানাজা শেষে গরিবউল্লাহ শাহ (র.) মাজার প্রাঙ্গণে বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে সুপ্রভাত পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।