সুপ্ত প্রতিভাকে খুঁজে বিকশিত করতে হবে : এমপি নোমান

দৃষ্টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ইস্পাহানিদৃষ্টি ব্রেইনস্টর্মিং বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ১২তম আসরের উদ্বোধন গতকাল বুধবার জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল মালেক ও র‌্যাংকস এফসি প্রোপাইটিসের ডেপুটি ম্যানেজার (মাকের্টিং) ওয়াজিউদ্দিন মিলন। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সহ সভাপতি সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সমপাদক কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সমপাদক মুন্না মজুমদার ও প্রতিযোগিতার সমন্বয়কারী সাখাওয়াত হোসেন মজুমদার।

প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়ে নোমান আল মাহমুদ বলেন, সফল হওয়ার জন্য সুপ্ত প্রতিভাগুলো খুঁজে বের করে বিকশিত করতে হবে। তরুণরা যদি মনোযোগী হয়, তাদের মস্তিষ্কের যথার্থ অণুরণন ঘটায় তাহলে অবশ্যই ভালো কিছু আসবে। আর ব্যবসার মূল উদ্দেশ্যই হলো কোনো জিনিসের ভালো খারাপ দিকগুলো খুঁজে বের করা।

বিজিএমইএর প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমাদের তরুণরা প্রধানত যে জায়গায় বাধাগ্রস্ত হয় তা হচ্ছে আত্মবিশ্বাসের সাথে কোনো কিছু প্রকাশ করতে না পারা। ব্রেইনস্টর্মিং মত কার্যক্রমগুলো শিখাচ্ছে নতুন কিছু তৈরি করা, সমস্যার সমাধান করা, যা কর্ম জীবনে নতুনদের এগিয়ে নিতে সাহায্য করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আব্দুল মালেক বলেন, এখনকার প্রজন্ম অনেক বেশি সৌভাগ্যবান কারণ তারা এই ধরনের বিজনেস আইডিয়ার মত নানা কার্যক্রমের সাথে যুক্ত হয়ে নিজেদের তৈরি করতে পারছে।

মাসুদ বকুল বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা থেকে চট্টগ্রামকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশের সমৃদ্ধ হওয়ার প্রক্রিয়ায় অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে দৃষ্টি। সাইফ চৌধুরী বলেন, প্রতিবছর নতুন নতুন ব্যবসাক্ষেত্র চিন্তা করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন এমরানুল হক, তাহরিন তারান্নুম, আবদুল্লাহ আল কায়সার, শুভ ঘোষ।

এই প্রতিযোগিতায় চট্টগ্রামের সব কটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ইস্পাহানির পাশাপাশি এই প্রতিযোগিতায় সহযোগিতায় রয়েছে র‌্যাংকস এফসি প্রোপার্টিজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে