দুটি আঁখির কাজল করে রাখবো তোমায় আঁখিপাতে,
আলো করে রাখবো তোমায় দুচোখের ঐ মনিটাতে।
কালো কেশে রাখবো তোমায় খোঁপায় তারা ফুল করে।
ভালোবাসা দেবো তোমায় হাতটি বাড়াও বন্ধুত্বের তরে।
যেমন করে সাগর মিশে আকাশের ঐ শেষ সীমান্তে।
পাখিরা সব বার্তা বয়ে নিয়ে চলে দূর দূরান্তে।
যেমন করে ফুলেরা সব আপন মনে সুবাস ছড়ায়।
বুক চিড়ে পাহাড়ের ঐ ঝর্ণা যেমন পানি গড়ায়।
তেমনি করে করব ধারণ, বন্ধু তোমায় আমার বুকে,
যতই দূরে থাকো তুমি, পাবে আমায় সুখে দুঃখে।