আইসিসি অনূর্ধ্ব–১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার সিক্স শুরু করার লক্ষ্য যুবাদের। জিম্বাবুয়ের বুলাওয়েতে সুপার সিক্সে গ্রুপ–২’এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মনুযায়ী, সুপার সিক্সে দু’টি করে ম্যাচ খেলবে দলগুলো। ইংল্যান্ডের পর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চাপে থেকেই সুপার সিক্স শুরু করতে হবে বাংলাদেশকে। কারণ গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স–আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠে। ফলে ভারতের কাছে হারের কারণে কোন পয়েন্ট পাবে না আজিজুল হাকিমের দল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলতে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে সেরা তিন দল সুপার সিক্সে লড়বে ‘সি’ গ্রুপের দলগুলোর সাথে। ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। নিয়মানুযায়ী, গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ও তৃতীয় হওয়া দলের সাথে খেলবে ‘বি’ গ্রুপে রানার্স–আপ হওয়া বাংলাদেশ। ‘সি’ গ্রুপ রানার্স–আপ পাকিস্তানের সাথে তাদের খেলা নেই।












