ইউরোপের ১২টি শীর্ষ ক্লাব এমনই এক লিগ আয়োজনের চেষ্টা করছে, আদতে যা ‘বিদ্রোহী লিগ’নামে পরিচিত পাচ্ছে। ইউরোপিয়ান সুপার লিগ নামের সেই আয়োজনের প্রচেষ্টাকে এরই মধ্যে অবৈধ ঘোষণা করেছে ফিফা ও উয়েফা। রোববারই ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব ঘোষণা দিয়েছে যে, তারা নতুন এই লিগ মাঠে নামাতে যাচ্ছে। যার প্রথম চেয়ারম্যান হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অংশ নিতে যাওয়া ১২টি ক্লাব হলো- এসি মিলান, আর্সেনাল, অ্যাতলেতিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও রিয়াল মাদ্রিদ। সবগুলো ক্লাবই যোগ দিয়েছে প্রতিষ্ঠাকালীন হিসেবে। বিবৃতিতে তারা জানিয়েছে, ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব সপ্তাহের মাঝ দিকে নিজেদের ঘরোয়া লিগের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি প্রতিযোগিতা শুরুর বিষয়ে একমত হয়েছে। যার নাম সুপার লিগ, আর পুরো টুর্নামেন্টই দেখভাল করবে এর প্রতিষ্ঠাকালীন ক্লাবগুলো। বিবৃতিতে আরও বলা হয়, পরে আরও তিনটি ক্লাব যোগ দেবে তাতে। উদ্বোনী আসর বাস্তবায়নযোগ্য পরিস্থিতি তৈরি হলেই মাঠে গড়াবে। অবশ্য এমন বিদ্রোহী লিগ মাঠে গড়ানো নিয়ে ফিফা ও উয়েফা এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা বলেছে, অংশ নেওয়া ক্লাবগুলোকে সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে। এমনকি আন্তর্জাতিক ম্যাচেও নিষেধাজ্ঞার মাঝে পড়বেন সংশ্লিষ্ট ক্লাবের ফুটবলাররা! এমন পরিস্থিতিতেও সুপার লিগের আয়োজকরা বলছেন, তারা এ নিয়ে ফিফা ও উয়েফার সঙ্গে যৌথভাবে কাজ করতেই আগ্রহী। যাতে সার্বিকভাবে ফুটবলের জন্য সেরা ফলাফলটা পাওয়া যায়। কিন্তু শীর্ষ ক্লাবগুলো এমনটা দাবি করলেও বলা হচ্ছে, সুপার লিগ মাঠে গড়ালে হুমকিতে পড়তে পারে চ্যাম্পিয়নস লিগ!