সুপার লিগের অনুমোদন সম্ভব নয় : ফিফা সভাপতি

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

রোববার রাতে সুপার লিগের আত্মপ্রকাশের পর পর কড়া হুঁশিয়ারি বাণী শুনিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। জানান দিয়েছিল সুপার লিগে অংশগ্রহণ করা ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। তবে পরবর্তীতে সুর পাল্টে তারা নরম হয়েছে। আর ফুটবলের সকল সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে আটকানো যায় সুপার লিগ। তবে এই দুইদিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে আসেনি কোনো বিবৃতি। অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন ফুটবলের সর্বোচ্চ অভিভাবক জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানালেন, কোনোভাবেই সুপার লিগকে ফিফা সমর্থন করতে পারে না। ইনফান্তিনো বলেন, এটা আমাদের কাছে পরিস্কার। ফিফা কোনোভাবেই সুপার লিগকে অনুমোদন দিচ্ছে না। তাদের অনুমোদন দেওয়া অসম্ভব। আর এ ব্যাপারে কোনো সংশয় নেই।

পূর্ববর্তী নিবন্ধপাল্লেকেলেতে গতিময় উইকেট দেখছেন শ্রীলংকান অধিনায়ক
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ে সিরিজে ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান