সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ও বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের চুক্তি

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ণ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনহিতকর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় মরণব্যাধি ক্যান্সার মোকাবেলায় সহযোগিতার জন্য গত ২১শে নভেম্বর মেঘনা বেভারেজ লিঃ ও বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের মাঝে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মেঘনা বেভারেজের পক্ষে তাহমিনা মোস্তফা, পরিচালক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের পক্ষে সারওয়াত সিরাজ, নির্বাহী প্রধান চুক্তিতে স্বাক্ষর করেন। মেঘনা বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার আগামী ১ বছর ইঅঘঈঅঞ এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত গরীব মানুষদেরকে ক্যান্সার চিকিৎসায় আর্থিক সহায়তা করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নাজমুস আহমেদ আলবাব, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আসিফ ইকবাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এফএমসিজি) এবং কাজী মহিউদ্দিন, জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোখে ছানি পড়া বৃদ্ধার পাশে মানবিক চট্টলা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ১৫ লিটার মদসহ আটক ১