সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে শুভসূচনা করেছে কোয়ালিটি ব্লুজ। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোর পর্বের প্রথম খেলায় কোয়ালিটি ব্লুজ ৬ উইকেটে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে কোয়ালিটি ব্লুজ গতকাল প্রথমে ব্যাট করতে পাঠায় কাস্টমস স্পোর্টসকে। ৩৬ ওভার ২ বল খেলে ১১২ রান সংগ্রহ করে তারা সবাই আউট হয়ে যায়।
দলের আবদুল্লাহ আল নোমান ২৭,শামিম আলম ২০,সাব্বির হোসেন ১৪ এবং এনামুল ইসলাম ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। কোয়ালিটি ব্লুজের মো. ইমতিয়াজ এবং মো. নাইম ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান ইয়ামিন চৌধুরী,১টি উইকেট লাভ করেন জাফর আলম। জবাব দিতে নেমে কোয়ালিটি ব্লুজ অনেকটা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। তারা ২৪ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে নেয়।
দলের দুই ওপেনার খুব দ্রুত ফেরত গেলেও তানজিমুল ইসলাম দৃঢ়তার পরিচয় দেন। ৭৪ বল খেলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১৩টি চার ছিল তার ইনিংসে। এছাড়া ইয়ামিন চৌধুরী ১৩ এবং জুনাইদ বিন ১৪ রান করেন। ১০ রানে অপরাজিত ছিলেন মশিউর রহমান। অতিরিক্ত রান হয় ৮। কাস্টমস স্পোর্টস ক্লাবের ইয়াসিন আরফাত ২টি,১টি করে উইকেট পান ইমামুল ইসলাম এবং ফেরদৌস হোসেন। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ রেলিগেশন পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে ক্রিসেন্ট ক্লাব এবং কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।












