সুপার ফোরে দ্বিতীয় দল কে এম স্পোর্টিং ক্লাব

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে উঠেছে কে এম স্পোর্টিং ক্লাব। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের খেলায় তারা ১৫৪ রানের বিশাল ব্যবধানে বাকলিয়া একাদশকে পরাজিত করে। এ জয়ে তিন খেলায় সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে তারা গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে এবং সুপার ফোরে উত্তীর্ণ হয়েছে। বাকলিয়া একাদশ তাদের তিন খেলার তিনটিতেই পরাজিত হয়ে কোন পয়েন্ট পায়নি।

গতকাল টসে জিতে কে এম স্পোর্টিং প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪৮ ওভার খেলে তারা ৮ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। হাসিবুল হাসান এবং অধিনায়ক মো. সুমনের দুই অর্ধশতক দলের ইনিংসকে সমৃদ্ধ করে। হাসিবুল ৮০ বল খেলে ৫১ রান করেন ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অন্যদিকে সুমন ৬৩ বল খেলে ৬২ রানের ইনিংস গড়েন ৭টি চার এবং ১টি ছয়ের মার হাঁকিয়ে। অন্যদের মধ্যে ওপেনার জাহেদুল ইসলাম রাকিব ৩১, হুজাইফা আবরার আহমেদ ২০ এবং মো. শাওন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৮ রান। বাকলিয়া একাদশের পক্ষে হামিদুল হক ৩টি এবং আবু ওবায়েদ সোহান ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান রিয়াদ এবং আশেকুর রহমান এবং মো. রিমন। ২৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭৯ রানেই বুক্‌্‌ড হয়ে যায় বাকলিয়া একাদশ। তারা ৩২ ওভার খেলতে পারে। ব্যাট হাতে সফল কে এম স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মো. সুমন বল হাতেও চমৎকার নৈপুন্য দেখান। ১০ ওভার বল করে ২ মেডেনে ৩২ রান দিয়ে তিনি ৬টি উইকেট দখল করেন। মূলত তার বোলিং তোপে বাকলিয়া একাদশের পক্ষে শত রানের কোঠাও অতিক্রম করা সম্ভব হয়নি। বাকলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন নিজাম উদ্দিন। ৪৯ বল খেলে ৪৩ রান করেন তিনি ৪টি চার এবং ২টি ছক্কার মার দিয়ে। রিয়াদ করেন ১০ রান। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। কে এম স্পোর্টিং ক্লাবের ওয়াকিউদ্দিন ৭ রান এবং আসিফ হোসেন চৌধুরী ২৭ রান দিয়ে ২টি করে উইকেট লাভ করেন। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত একই গ্রুপের অন্য খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রিনও ১৮৫ রানের বড় ব্যবধানে ডবলমুড়িং ক্লাবকে পরাজিত করে। এ জয়ে নওজোয়ান গ্রিন ৩ খেলা শেষে ৬ এবং সমান খেলায় ডবলমুড়িং ক্লাব ৩ পয়েন্ট পেয়েছে। গ্রুপে তারা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে। টসে জিতে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভার খেলে তারা ৮ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে। দলের অধিনায়খ মেহেদি হাসান ৫৫ বলে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন ৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে। আহমেদ ফাহিম ঝড়ো ইনিংস খেলেন। ২৪ বলে তিনি অপরাজিত ৪৭ রান তোলেন ৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে। অন্যদের মধ্যে ওপেনার সাকিবুল ৪২,মাহির ইসলাম ৩৯ এবং তামজিদ আহমেদ সামির ১৮ রান করেন। ১১ রান করে সংগ্রহ করেন তাসফিক এবং মো. আমজাদ। অতিরিক্ত থেকে আসে ৩৭ রান। ডবলমুরিং ক্লাবের পক্ষে জাহিন ইবনে আজাদ ২টি উইকেট লাভ করেন। জবাবে ডবলমুড়িং ক্লাব ২৭ .৩ ওভার খেলে ৯৫ রানে অল আউট হয়। দলের পক্ষে জোনায়েদ হাসান ১৯,মিজানুর রহমান ২৩ রান করে। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩৫ থেকে। আগ্রাবাদ নওজোয়ান গ্রিনের পক্ষে মো. আমজাদ ১০ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে। ২টি করে উইকেট নেন সোহরাবউদ্দিন এবং তামজিদ আহমেদ সামির যথাক্রমে ১৮ ও ৫ রান দিয়ে। আজকের খেলা : কাস্টমস স্পোর্টস ক্লাব বনাম চিটাগাং ফুটবল ক্লাব (এম এ আজিজ স্টেডিয়াম), আগ্রাবাদ কমরেড ক্লাব বনাম সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা (মহিলা কমপ্লেক্স মাঠ)

পূর্ববর্তী নিবন্ধরাগবি লিগে রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ৩৫ লক্ষ টাকা বোনাস পেল নারী ক্রিকেট দল পরিবর্তন আসছে নারী ক্রিকেটের কাঠামোতেও