সুপার ফোরের পথে ডবলমুরিং ও ইয়ংস্টার

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন নিজ নিজ খেলায় জিতেছে ডবলমুরিং ক্লাব ও ইয়ংস্টার ক্লাব। দুটি দলই টানা দ্বিতীয় জয় পেয়েছে। আর তাতে করে সুপার ফোর পর্বে খেলার পথে আছে তারা। তবে এ গ্রুপ থেকে একটি দলই সুপার ফোরে খেলতে পারবে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল ডবলমুরিং ক্লাব ৫ উইকেটে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। টসে জিতে ডবলমুরিং ক্লাব প্রথমে ফিল্ডিং করতে নামে আর প্রথমে ব্যাট করে সন্দ্বীপ। তারা নির্ধারিত ৪০ ওভার খেলে। সাকিব আহমদের অপরাজিত ৩০, সাজ্জাদ হোসেনের ২৫ ও ইমাম মেহেদীর ২০,শাহরিয়ার জামিলের ১৯ এবং আশরাফুলের ১১ রানে ভর করে ৯ উইকেটে ১৪৯ রান তোলে। ডবলমুরিংয়ের পক্ষে তাফিজুর রহমান ৩টি ও মো. সামি ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান জাহিন ইবনে আজাদ এবং আহনাফ চৌধুরী নাফি।
জবাবে ব্যাট করতে নেমে ডবলমুরিং ক্লাব ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নেয়। দলের পক্ষে ইয়ামিন হোসেন অপরাজিত ৫২ এবং ইমন উল্লাহ ৪৫ রান করেন। এছাড়া নজরুল ইসলাম ১৬ এবং মো. নেজাম ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ১৫।
সন্দ্বীপ উপজেলার তানভীর এবং শাহরিয়ার জামিল ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান আফরাবিল কবির।
একই সময়ে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইয়ং স্টার ক্লাব জয়লাভ করেছে। তারা ৮ উইকেটে সিএফসিকে পরাজিত করে। টসে জিতে ইয়ং স্টার সিএফসিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ৩১ ওভার ১ বল খেলে ১০১ রান তুলে তারা সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে নাইমুল হোসেন সর্বোচ্চ ৩৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। এছাড়া সার্থক সানা ১৫ এবং জয় দাস ১০ রান করেন। কোন রানই করতে পারেনি ৬ ব্যাটার। ইয়ং স্টার ক্লাবের অভিজিত ঘোষ ৪টি এবং নয়ন নাথ ৩টি উইকেট দখল করেন। ১টি উইকেট পান মানজারুল ইসলাম। জবাবে ইয়ং স্টার ক্লাব ১৬ ওভার ১ বল খেলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার তূর্য লোধ ৩০,ইসরার আল তুরাবী অপরাজিত ৩৪ এবং মো. আবদুল্লাহ অপরাজিত ২৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। সিএফসির জয় দাশ এবং সাদমান মাহমুদ ১টি করে উইকেট নেন।
এ জয়ের আগে ডবলমুরিং ক্লাব নিজেদের প্রথম খেলায় ক্রিসেন্ট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছিল। আর ইয়ং স্টার তাদের প্রথম খেলায় ৫ উইকেটে কাস্টম এক্সসাইজ এন্ড ভ্যাট ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল।
অন্যদিকে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ও সিএফসির এটি প্রথম পরাজয়। প্রথম খেলায় সন্দ্বীপ উপজেলা ৫ উইকেটে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে এবং সিএফসি ৯৩ রানে বাকলিয়া একাদশকে হারিয়ে লিগের গ্রুপ পর্ব শুরু করেছিল।
আজকের খেলায় অংশ নেবে বাকলিয়া একাদশ এবং কাস্টম এঙাইজ এন্ড ভ্যাট ক্লাব, কাস্টম স্পোর্টস ক্লাব ও আগ্রাবাদ কমরেড ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধকন্যাশিশুদের শিক্ষায় নিজের বেতন খরচ করবেন হরভজন
পরবর্তী নিবন্ধজীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ভোগাচ্ছে নেপালকে