সুপার থ্রি পর্বের দ্বিতীয় খেলা আজ

কিশোর ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগের সুপার থ্রি পর্বে আজ বৃহস্পতিবার দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে। সুপার থ্রি পর্বে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আজ প্রথম খেলা। অন্যদিকে আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের দ্বিতীয় খেলা আজ। প্রথম খেলায় তারা আলোর ঠিকানাকে ২-১ গোলে হারিয়েছিল। আজকের খেলায় জয় পেলে ফাইনাল নিশ্চিত করে নেবে নওজোয়ান গ্রীন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ নামছে নেপালের বিপক্ষে
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বোলিংয়ে সেরা দশে সাকিব