সুপারিশে দলগুলোর মতামত নেই, অভিযোগ সালাহউদ্দিনের

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে যেসব সুপারিশ করেছে, তাতে রাজনৈতিক দলগুলোর মতামত রাখা হয়নি বলে অভিযোগ করেছেন সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ তোলেন। তিনি বলেন, আমার হাতে যে জুলাই জাতীয় সনদের বইটা দেখছেন, এখানে সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে। এখানে নোট অব ডিসেন্ট শুধু আমরা দেইনি, এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অব ডিসেন্ট দিয়েছে। সেটা এভাবেই উল্লেখ আছে এবং দফাওয়ারি এ কথাগুলোই আছে। এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগুলো কি জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা উচিত ছিল না? কিন্তু তারা (জাতীয় ঐকমত্য কমিশন) জুলাই জাতীয় সনদের পুস্তকের ডান পাশের সমস্ত মতামত বাদ দিয়ে দিয়েছে। তারা শুধু নিজেদের প্রস্তাবগুলোর ওপরে একটা তফসিল রচনা করেছেন। তিনি বলেন, ৪৮টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে, এই ৪৮ দফার ওপরেই গণভোট হবে। এখানে কে কী মতামত দিল, কীভাবে উল্লেখ করা হলো, কীভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। খবর বিডিনিউজের।

সালাহউদ্দিন বলেন, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে সুপারিশ দেওয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। এখন দেখতে পারছি, অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা, আমরা জানি না।

সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ওপর দুপুরে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরেন।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, হঠাৎ করেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেওয়া হলো এবং সেটা কারা দিল, কীভাবে দিল, সুপারিশে কীভাবে এলো? সালাহউদ্দিন বলেন, আমরা আশা করি, সংবিধানের বিভিন্ন স্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐকমত্য কমিশনে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেভাবে সম্মত হয়েছি, সেভাবেই আমরা এই জুলাই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকার, জাতীয় কমিশন এবং সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচিহ্নিত সমস্যা সমাধানে স্থানীয় পর্যায় থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে
পরবর্তী নিবন্ধসর্বোচ্চ বেতন দেড় লাখ,সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব