সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল সিঙ্গার ওয়াশিং মেশিন

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

সিঙ্গার ওয়াশিং মেশিন বাংলাদেশে ২০২৩২০২৪ সেশনের জন্য ‘সুপারব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেলো। সুপারব্র্যান্ডস হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যারা বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোকে যথাযোগ্য স্বীকৃতি ও বিশেষভাবে আখ্যায়িত করার লক্ষে বিশ্বের ৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিলের মূল্যায়নের মাধ্যমে সুপারব্র্যান্ডস নির্ধারিত হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রির শুধুমাত্র শীর্ষ ব্র্যান্ডগুলিকে খুঁজে বের করার জন্য প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যায়। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ড ফোরাম আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপারব্র্যান্ডসের ঘোষণা দেয়া হয়। ঢাবির আইবিএ অধ্যাপক ও মোহাম্মদ আবদুল মোমেনের কাছ থেকে সুপারব্র্যান্ডস ক্রেস্ট গ্রহণ করেন সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে এবং সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে মেকানিক্স অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধকক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের মিলনমেলা