তালেবান পুনরায় আফগানিস্তান দখল করার পর আফগানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে গোটা দুনিয়া। এই প্রেক্ষাপটে আফগানিস্তান সম্পর্কে দুনিয়ার ধারণা বদলাতে প্রথম পদক্ষেপ হিসাবে নতুন চোখধাঁধানো সুপারকার তৈরি করেছে তালেবান সরকার। এই প্রথম দেশীয় প্রযুক্তিতে সে দেশে তৈরি হচ্ছে সুপারকার। সুপারকারের নাম রাখা হয়েছে ‘মাডা ৯’। শীঘ্রই কাতারে একটি প্রদর্শনীতে এই সুপারকার আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে তালেবান সরকার।
গত ৫ বছর ধরে এই গাড়িটি তৈরির কাজ চলছে। ‘এনটোপ’ নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে গাড়িটি তৈরি করছে কাবুলের ‘আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট’ (এটিভিআই)। এই গাড়িটির হাত ধরেই দুনিয়ার কাছে নিজেদের উন্নয়নের ছাপ রাখতে চায় তালেবান। ‘মাডা ৯’ একটি ‘মিড–ইঞ্জিন সুপারকার’। এতে ব্যবহার করা হয়েছে টয়োটা করোলার ইঞ্জিন। ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়িটি তীব্র গতিতে ছুটতে পারে। ফর্মুলা–১ রেসের গাড়িগুলোয় যেমন টিউবুলার চেসিস থাকে, তেমনভাবেই এই সুপারকারের কাঠামো তৈরি করা হয়েছে। পাহাড়ি এলাকাতেও ছুটবে এই সুপারকার। মনে করা হচ্ছে, এই সুপারকারের দাম হতে পারে ২–৪ কোটি টাকা।
এনটোপ সংস্থার সিইও মহম্মদ রিজা আহমদি জানিয়েছেন, এই গাড়ির হাত ধরে আন্তর্জাতিক আঙিনায় ছাপ ফেলবে আফগানিস্তান। তবে কবে এই গাড়িটির উদ্বোধন করা হবে, সেই দিন ধার্য করা হয়নি। প্রথমে আফগানিস্তানেই কেবল মাত্র এই গাড়ি পাওয়া যাবে। আগামী দিনে বিশ্বের অন্য দেশেও পৌঁছে যাবে এই সুপারকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িটির ছবি প্রকাশ করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, এই গাড়িটি গোটা দেশের কাছে সম্মানের।