সুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

চন্দনাইশে ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভায় বক্তারা

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) অঞ্চলের আওতাধীন শাখা সমূহের সাথে মতবিনিময় সভা গত ২৬ ফেব্রুয়ারি চন্দনাইশ রৌশনহাটস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ খলিলুর নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। বক্তারা ইসলামের একমাত্র মুক্তির পথ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ থেকে ময়দানে নেমে আসার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা আহমদ হোসাইন জেহাদী, মাওলানা কামাল উদ্দিন বাঘা, মাওলানা কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, মাওলানা মোখতার আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মামুন উদ্দীন ছিদ্দিকী, মাওলানা আনোয়ার, মাওলানা নুরুল আমিন, মাওলানা জহুরুল আলম, মাওলানা সিবগাতুল্লাহ সহ ছাত্রসেনা ও যুবসেনার স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইড দিতে গিয়ে উল্টে গেল টমটম,সেলসম্যান নিহত
পরবর্তী নিবন্ধচলতি মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম