রাসূলে করিম (দ.)’র সুন্নতে উজ্জীবিত হয়ে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলামী হাশেমী (রহ.) সারাটা জীবন যেরূপ ইসলামের খেদমত করে গেছেন, তদ্রুপ ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবেও দেশপ্রেমে অনন্য তৎপর ছিলেন। হুজুর ইমাম হাশেমী (রহ)’র অক্লান্ত পরিশ্রমের বদৌলতে পুন:জীবিত হয়েছে সুন্নীয়তের ময়দান। সুন্নীয়তের রণাঙ্গনে ইমাম আল্লামা হাশেমী (রহ.)’র পুরো কর্মজীবন অতুলনীয় মডেল। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ৩ দিন ব্যাপী ওরশে ইমাম হাশেমী (রহ.) ২য় দিন (প্রধান দিবসে) পীরজাদা অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী (মু.জি.আ.) সভাপতির বক্তব্যে একথা বলেন।
মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন গাজী শফিউল আজম নেজামী, হাছান রেজা কাদেরী, ছৈয়দ মোজাম্মেল হক, মাওলানা ইদ্রিস আনছারী, মাওলানা আব্দুস শাকুর আনছারী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী, মাওলানা ফোরকান উদ্দীন, মাওলানা নোমান উদ্দীন, মাওলানা ছৈয়দ হারুন, মাওলানা কাজী হারুন, হাফেজ আবুল কাশেম, আবুল কাশেম সওদাগর, আব্দুল লতিফ, লোকমান কোম্পানী, আব্দুল ওয়াহাব, মোঃ সোলাইমান, মাহবুবুল আলম কোম্পানী, হোসাইন সওদাগর, সালাউদ্দীন, আব্দুল কাদের, আবুল বশর, নুরুল আবছার, তোফায়েল হোসেন, নুরুল আমিন, মাওলানা ইদ্রিস আনসারী আলকাদেরী, আবুল কালাম আবু, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, ওসমান গণি, ফজলুল কাদের চৌধুরী, মাওলানা নেজাম উদ্দীন আশরাফী, মাওলানা ইদ্রিস আলম কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।