‘সুন্নীয়তের প্রার্থীকে বিজয়ী করতে চাই ঐক্যবদ্ধ প্রয়াস’

ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, চট্টগ্রাম৮ আসনটি নানাভাবে অবহেলিত। নির্বাচিত হলে এলাকার সন্তান হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার যাবতীয় সমস্যা চিহ্নিত পূর্বক সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। তিনি আসন্ন উপ নির্বাচনে তাকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর চাঁন্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজীদ এলাকার বিভিন্ন স্তরের ফ্রন্টসেনা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ইসলামিক ফ্রন্ট প্রার্থী ফরিদ উদ্দীন এ মন্তব্য করেন।

এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, এ মুহূর্তে সুন্নীদের মধ্যে কোনো প্রকার অনৈক্য, বিভক্তিবিভাজন কাম্য নয়। সর্বপ্রকার ভেদাভেদকে পদদলিত করে সুন্নীয়তের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ প্রয়াস বাস্তবায়ন করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, চট্টগ্রাম মহানগর সহ সভাপতি খান এ সবুর, সহ সভাপতি এস এম আব্দুল করিম তারেক, সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ, নির্বাচন পরিচালনা কমিটির সচিব এ এস এম কাউসার, মোস্তাফিজুর রহমান, জিল্লুর রহমান কুতুবী ও আব্দুল্লাহ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিয়াম সাধনা পাশবিকতা থেকে দূরে থাকার নিবিড় প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধচবি প্রক্টরের অপসারণ চায় সাবেক ছাত্রলীগ নেতারা