শেরে মিল্লাত (রহ.) আনোয়ারা স্টুডেন্টস্ এসোসিয়েশনের (জামেয়ান) উদ্যোগে আহলে সুন্নাতের সাবেক প্রেসিডেন্ট শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (রহ.) স্মরণ সভা ও কাউন্সিল গতকাল শনিবার বহদ্দারহাটস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আ.ন.ম নাসির উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, আল–আমীন বারীয়া কামিল মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ রেজভী আনোয়ারী (ম.জি.আ.)। প্রধান অতিথি ছিলেন, নেছারিয়া আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী (ম.জি.আ.)। প্রধান বক্তা ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল্লামা হামেদ রেযা নঈমী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, মুহাম্মদ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জামেয়ার ইংরেজি প্রভাষক আহসান হাবিব, মাওলানা মুহাম্মদ মুনিরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, শিক্ষক মাওলানা মোখতার আহমদ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা শেরে মিল্লাত আল্লামা নঈমীর (রহ.) জীবন ও কর্মের উপর তাত্ত্বিক বর্ণনা উপস্থাপন করে বলেন, শেরে মিল্লাত (রহ.) ছিলেন, নির্লোভ, নিরহঙ্কার, বহুবিধ জ্ঞানে পারদর্শী যুগশ্রেষ্ঠ আলেম, শায়খুল হাদিস, দক্ষ সংগঠক, উস্তাযুল ওলামা, অনলবর্ষী বক্তা, সুলতানুল মুনাজেরীন, রাহবারে আহলে সুন্নাত। তিনি আমাদের জন্য স্মরণীয় ও বরণীয়। সুন্নীয়তের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনেও তিনি প্রাতঃস্মরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।