সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

পটিয়ায় ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল বলেছেন, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যত রকম ভেদাভেদ ও মতদ্বৈতা রয়েছে তা দূর করে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে সমাজে সুন্নিয়ত প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন গুম ও ধর্ষণ তথা সীমাহীন দুর্নীতি অতীতের সকল রেকর্ডকে হার মানিয়েছে। অথচ সরকার নিরব ভূমিকা পালন করছে। তিনি গত শুক্রবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা শাখা আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা (পূর্ব) পরিষদের সভাপতি সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। উদ্ধোধক ছিলেন সংগঠক মু. মফিজুল ইসলাম চৌধুরী বাবলু। এম. বেলাল উদ্দিন আলমদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কাজি সোলাইমান চৌধুরী, ইঞ্জিনিয়ার মু. জসিম উদ্দিন উদ্দিন, অধ্যক্ষ হাফেজ আহমদ, কফিল উদ্দিন, ডা. মু. নাজিম উদ্দীন ইউছুফ জিলানী, আবুল কালাম লিটন, মহিউদ্দিন কাদেরী, আনোয়ার ইসলাম, মু. জমির উদ্দিন, সাবের আহমদ, আব্দুল মোতালেব, মু. দিদারুল ইসলাম, আরিফুল হক রানা, আয়ুব আলী মিজান, মু. ওসমান, মু. জুনাইদুল ইসলাম, আবু হানিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজমিয়াতুল মোদার্রেছীন দক্ষিণ জেলার সভাপতির মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্টে ইকোনমি ওপিডি বিভাগ উদ্বোধন