ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়ত প্রতিষ্ঠায় সুফিবাদী জনতার ঐক্যের বিকল্প নেই। গত শনিবার বৃহত্তর চন্দনাইশ–সাতকানিয়া আংশিকের ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ আয়োজনে দোহাজারী সিটি সেন্টারের সামনের মাঠে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ শাখার সভাপতি ফয়েজ উল্লাহ খতিবী।
সাধারণ সম্পাদক কাজী আমিন উল্লাহর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন মজলিশে শুরা সদস্য এম.এ আউয়াল। প্রধান বক্তা ছিলেন প্রচার উপকমিটির সদস্য এনাম রেজা কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসাইন আলকাদেরি, দক্ষিণ জেলার সভাপতি ফেরদৌসুল আলম, সোলাইমান ফারুকী, সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী, কাশেম আনসারী, মোছলেম উদ্দীন, আবু নাঈম রেজভী, আলমগীরুল ইসলাম বঈদী, মুখতার হোছাইন শিবলী, আবু তালেব, আব্দুল মুত্তালিব ছিদ্দিকুন্নবী, আব্দুল গফুর রব্বানী, মিশকাতুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ এহসান উদ্দিন, জাবেদ হোসাইন জাকির, উপজেলা ছাত্রসেনা সভাপতি রাজিব হোসেন রিফাত, মোহাম্মদ মিজানুর রহমান, আয়ূব আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।