সুন্নিয়তের প্রচারে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

গাউসিয়া কমিটি দুবাই শাখার মাহফিলে সাবির শাহ

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাশেদিয়া দুবাই শাখার অভিষেক ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল গাউসিয়া কমিটি রাশেদিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় দুবাই সানাইয়া রাশেদিয়া আলবুতি মিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মুহাম্মদ ইয়াকুব, সিনিয়র সহ-সভাপতি আজম খান, মুহাম্মদ হারুন, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ ইয়াকুব, তৌহিদুল আলম, সরওয়ার আলম। উপস্থিত ছিলেন মোছাফ্‌ফাহ শাখার সভাপতি আলী জামাল, দুবাই রাশিদিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সেলিম উদ্দিন তৈয়বী, সহ-সভাপতি মুহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ নাছির উদ্দীন, শফিকুল ইসলাম, মোহাম্মদ ফারুক প্রমুখ। মাহফিলে আল্লামা সাবির শাহ্‌ বলেন, প্রিয় নবী (দ.) এর আগমন না হলে কিছুই সৃষ্টি হতো না। তাই হুব্বে মোস্তফার আদর্শ অন্তরে ধারণ করে দ্বীন ও মাজহাব মিল্লাতের খেদমতে নিয়োজিত থাকতে হবে। তিনি আরো বলেন, ত্বরিকত ও সুন্নিয়তের প্রচার প্রসারে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর আ. লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ১০ জন