অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ) ২৯তম বার্ষিক ওরশ এবং তাঁরই প্রতিষ্ঠিত শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সালানা জলসা ও হেফজখানার ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান ২০ ডিসেম্বর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবারের জিম্মাদার ও মুন্তাজেম শাহজাদা শাহসূফি সৈয়দ ফছিহুদ্দৌলা (মজিআ)। উদ্বোধক ছিলেন ব্যাংকার শাহজাদা সৈয়দ হাসানুদ্দৌলা। মাহফিলে বক্তারা বলেন, আজীবন ইলমে দ্বীনের খেদমতে, দ্বীনি শিক্ষা বিস্তারে ও শরিয়ত তরিকতের খেদমতে অসামান্য অবদান রাখেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ)। হাফেজ মাওলানা আবদুল লতিফ চাটগামী ও মাস্টার মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা মুফতি মুহাম্মদ ইবরাহিম আলকাদেরী, মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা আবুল কাশেম নূরী, অধ্যক্ষ আল্লামা নুরুল মুনাওয়ার চৌধুরী, ড. আল্লামা মুহাম্মদ আনোয়ার হোসাইন, জাফতনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, রাউজান হাজীপাড়া বড় মাওলানা মনজিলের মুতাওয়াল্লি শাহসূফি এস এম রেজাউল করিম, জাফতনগর সৈয়দা জোহরা বেগম হেফজখানা এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি কাজী জানে আলম বাবুল, আল্লামা হাফেজ মুহাম্মদ আমিন, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন আলকাদেরী, উপাধ্যক্ষ মাওলানা সেলিম উল্লাহ আশরাফী। অতিথি ছিলেন অ্যাডভোকেট সরওয়ার কামাল, অধ্যাপক নাসির উদ্দিন চৌধুরী, মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, ব্যাংকার সিরাজুদ্দৌলা চৌধুরী, মাস্টার সরওয়ার হোসেন, মাওলানা হারুনুর রশিদ নকশবন্দি, মাওলানা ইসমাইল আলকাদেরী, মুহাম্মদ হোসেন চৌধুরী, মাওলানা আবদুল খালেক আলকাদেরী, মাস্টার মুফতি জসিম উদ্দিন, মাওলানা ওমর ফারুক জালালি, মাওলানা সাইফুল ইসলাম কাদেরী, মাওলানা শামসুল আরেফিন, মাস্টার বোরহান উদ্দিন, নিয়াজ আহমেদ চৌধুরী, আহসানুল করিম, এস এম জাকেরিয়া, আবু তাহের জসিম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা সৈয়দ মুহিবুল্লাহ নকশবন্দি, সৈয়দ ইনজামুল হুদা, সৈয়দ সামছ সামিউর, মুহাম্মদ বেদারুল ইসলাম, সৈয়দ ইরতিজাউল হুদা, হাফেজ মাওলানা আলী হোসাইন আনোয়ারী, এইচএম মনজুরুল আনোয়ার চৌধুরী, শ্যামল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।