গাউছিয়া কমিটি বাংলাদেশ, হাটহাজারীর ফরহাদাবাদ মন্দাকিনী শাখার ব্যবস্থাপনায় সুন্নি সম্মেলন ও দা’ ওয়াতে খায়র কনফারেন্স মন্দাকিনী শাখার সভাপতি মুহাম্মদ আরমান হোসেনের সভাপতিত্বে নাজির হাট রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন হযরত বজলুল করিম (রহ.) মাজার উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা এটিএম মুসা। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সহসভাপতি মুহাম্মদ ইয়াকুব মিয়া। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম সার্দান ইউনিভার্সিটির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী ও মাওলানা হাফেজ মুহাম্মদ মুফিজুর রহমান কাদেরী। বিশেষ অতিথি ছিলেন হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, ইউপি সদস্য মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ফরহাদাবাদ ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন ও মুহাম্মদ বেলাল উদ্দিন। সুন্নি সম্মেলনে বক্তারা বলেন, সুন্নিয়তই মানবমুক্তির ও নাজাতের অবিকল্প প্ল্যাটফরম। কুরআন–সুন্নাহর মর্মবাণী ও নির্দেশনাই হচ্ছে সুন্নিয়ত। একজন মুসলমানকে পার্থিব প্রভূত কল্যাণ পেতে এবং পরকালীন অনন্ত জীবনে পরিত্রাণের জন্য কুরআন–সুন্নাহ তথা সুন্নিয়তকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। কুরআন–সুন্নাহর শাশ্বত নির্দেশনার আলোকে জীবন গড়লে দুনিয়া আখেরাতে পরিত্রাণ মিলবে বলে বক্তারা উল্লেখ করেন। মুহাম্মদ রেজাউল করিম ও মুহাম্মদ তৌসিফুল হকের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ মিয়া কালু, মুহাম্মদ ইকবাল হোসেন চিকু, আবু আহমদ সেয়ান, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন মন্দাকিনী, মাওলানা মুহাম্মদ অহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।