সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক ক্লাবগুলোর গুরুত্ব অপরিসীম

চিটাগাং ক্লাবে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানে রাজ শাহাবুদ্দিন

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে অত্যন্ত জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ সালকে বিদায় ও বরণ করা হয় ২০২৫ সালকে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ রাত ১২ টা ০১ মিনিটে এ উপলক্ষে দৃষ্টিনন্দন কেক কাটা হয়। গতকাল বুধবার বিকেলেও ক্লাব সদস্যদের ছেলেমেয়েদের জন্য ও অভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উন্মুক্ত ক্লাব লনে। নানা আয়োজনসহ মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে ক্লাব সদস্যরা বরণ করে নেয় নতুন বছরকে। উভয় অনুষ্ঠানে চিফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। এসময় সংক্ষিপ্ত ভাষণে তিনি সুন্দর সমাজ বিনির্মাণে পরস্পর সম্প্রীতি গড়ে তোলার জন্য সামাজিক ক্লাবগুলোর মাধ্যমে মানব সভ্যতা বিকাশে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চিটাগাং ক্লাবের মত একটি ঐতিহ্যবাহী ক্লাবের আভিজাত্য রক্ষায় সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং সিসিএল কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন), এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্লাব সদস্য অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মহাথের বরণোত্তর পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবা নাগরিকের দোরগোড়ায় নিয়ে যেতে চাই