নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ চট্টগ্রামের প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রধান বক্তা হিসেবে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ সাগর কান্তি দে। প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, মানুষের কল্যাণেই প্রকৃত আনন্দ নিহিত। মানুষকে সাধ্যনুযায়ী সেবার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি সকলকে মানবিকগুণে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধন করেন অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার শম্ভু দাশ, অ্যাড. অনুপম বিশ্বাস, প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল। স্বাগত বক্তব্য রাখেন ডা. পিয়াল কুমার আচার্য। বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক শ্যামল দাশ, সদস্য সচিব সুবল আচার্য, যুগ্ম আহবায়ক চন্দ্ররাজ আচার্য, কঙবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত শর্মা ও সভাপতি ত্রিশাল আচার্য, প্রকৌশলী ক্লিন্টন আচাযর্, অন্তর আচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনামিকা আচার্য। অনুষ্ঠানে একজন অসহায় সদ্য পিতৃহীন শিশুকে ১ বছরের শিক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং স্বাবলম্বী প্রজেক্টের আওতায় তার মায়ের জন্য ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। সভাপতিত্ব করেন প্রকৌশলী বিশাল আচার্য। প্রেস বিজ্ঞপ্তি।