সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করতে হবে

পাথরঘাটায় মহালয়া অনুষ্ঠানে রানা দাশগুপ্ত

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেছেন, দুর্গাপূজার মূল শিক্ষা হচ্ছে, নিজের বোধ শক্তিকে উন্নত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা। এই পূজার মাধ্যমে আমরা নিজেদের সব অন্যায় কাজ থেকে দূরে থাকার শিক্ষাও পাই। দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটুক- এটাই হোক সবার প্রার্থনা। তিনি গত বুধবার সন্ধ্যায় নগরীর পাথরঘাটা পূজা উদযাপন পরিষদ আয়োজিত দেবীপক্ষের শুভ মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাথরঘাটা পূজা পরিষদের সভাপতি অ্যাড. গোপাল দাশ টিপুর সভাপতিত্বে ও দুর্জন রায় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মন্দিরের অধ্যক্ষ শ্যামল সাধু। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি অনুপ বিশ্বাস, পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ উত্তম কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন পাথরঘাটা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুমন বিশ্বাঙ্গী। বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি রণি বিশ্বাস, কাজল কান্তি সিংহ, রানা দাশ, তুষার দাশ, রনি দাশ, হৃদয় দাশ, শিপন দাশ, অজয় দাশ, প্রথম দাশ, দুর্জয় দাশ, সময় দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নোংরা পরিবেশে শুঁটকি উৎপাদন
পরবর্তী নিবন্ধভারতের পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর