সুন্দর সমাজ গড়তে বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে

ওব্যাট’র অনুষ্ঠানে মফিজুর রহমান

| বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আজকের শিশু আগামীর ভবিষ্যত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত ‘স্বপ্নচাষী’ স্কুলের শিশুদের মধ্য থেকে একদিন উঠে আসবে মেধা ও প্রশাসনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব।
সুষম সমাজ গড়তে সুযোগবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে বিত্তবানদের। বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট হেল্পার্সের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্বপ্নচাষী স্কুলের শিক্ষার্থীদের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান এসব কথা বলেন। ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খানের সভাপতিত্বে গতকাল নগরীর বায়েজিদ লিংক রোডস্থ বিদ্যাপীঠ প্রাঙ্গনে নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাপ্পী, সৈয়দ আহনাফ মোরশেদ স্মৃতি সংসদের সৈয়দ মোরশেদ উল্লাহ্‌ , উত্তম কুমার আচার্য, লায়ন কামরুজ্জামান, আবদুল গফুর, প্রধান শিক্ষক ইসরাত পারভীন জোনাকী, আয়াত উল্লাহ খান, মোজাম্মেল হোসাইন, ইমরান হোসাইন, মুহাম্মদ সাদেক চৌধুরী, মণিকা রাণী ধর, কার্তিক মজুমদার, রবিউল হোসেন রানা, তৃষ্ণা মজুমদার, তানিয়া আকতার, অষ্টমী দাশ প্রমুখ।
উল্লেখ্য, ওব্যাট হেল্পার্স প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় ৫০০ পরিবারের মাঝে ১ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদিনায় মাহফিল আজ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন