সুন্দর ব্যবহারে আত্নীয়-অনাত্মীয়, পরিচিত-অপরিচিত সকলের সঙ্গে প্রীতিপূর্ণ রুচিসম্মত আচরণ মহৎ হৃদয়ের গভীর উষ্ণ স্পর্শ, অন্তর সৌন্দর্যের বিকশিত মহিমার পরিচয় মেলে। মানুষ সামাজিক জীব। প্রতিদিনই আমাদের অসংখ্য মানুষের সংস্পর্শে যেতে হয়। এর ফলে আচার-আচরণে, কথাবার্তায়, ভাব বিনিময়ে, প্রতিনিয়ত আমাদেরকে পরস্পরের মুখোমুখি হতে হয়। সুন্দর ব্যবহারে ফলে আমাদের মধ্যে সমপ্রীতির বন্ধন দৃঢ় হয়। নতুন নতুন উদ্দীপনায় জেগে ওঠে আমাদের জীবন ও সমাজ। আমাদের জীবন প্রবহমান নদীর মতো। নানা রকম রঙ্গে ঢঙ্গে -আমাদের বিচরণ। আমাদেরকে অনেক কিছু গ্রহণ ও বর্জন করে ভবিষ্যতের পথে এগিয়ে চলতে হয়। এই এগিয়ে চলার পথে অনেক বাধা, বিপত্তি, অসামাজিক আচরণকেও আমাদের মেনে নিতে হয়। গুনীজনদের সম্মান করে কথা বললে বা তাদের শিক্ষা গ্রহণ করে জীবনে চলার পথকে প্রশস্ত করতে চাইলে খোঁচা মেরে কথা বলার লোকের কোন অভাব নেই। এরাই সমাজ ও সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সুশীল মানুষকে শ্রদ্ধা চোখে না দেখে বরং তাদের নামে অন্যকে উস্কানিমূলক কথা বলে সমাজে সুশীল ব্যক্তিদের হেয় করছে যা কখনো মেনে নেয়ার মতো না। দুঃখজনক হলেও এটাই চিরন্তন সত্য। আমাদের এই সমাজে সুন্দর ব্যবহারের চাইতে অস্বাভাবিক আচরণই বেশি। আমরা চাই, সুন্দর ব্যবহার আর সুন্দরের স্পর্শেই মুগ্ধ হোক গোটা মনুষ্য সমাজ।