সুন্দর বিশ্ব চাই

স্বর্ণা তালুকদার | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। কিন্তু মৌলিক প্রয়োজনগুলো পূরণ হচ্ছে তো। পৃথিবীতে সকল মানুষ সুন্দর ভাবে বেঁচে থাকার দাবি নিয়ে জন্ম নেয় তবে বাঁচার মতো করে কয়জন বাঁচে। আর যারা সুন্দর ভাবে বেঁচে থাকে বিকশিত হয় তারা কয়েকজন ছাড়া কেউ পিছনে ফিরে তাকায় না দায়িত্ব পালন করে না। বড় হয়ে ওঠার পথে কত যে মানুষ কত অসহায় মানবতা পিষ্ট হচ্ছে তার খবর কেউ কি রাখে? এখন সৃজনশীল মানুষের অভাব নেই তবু সেই সমস্যার সমাধান হচ্ছে না সবাই নিরাপদে পথ চলতে পারছে না। রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করা যাচ্ছে না। নিজের সন্তানদের সুশিক্ষিত সুনাগরিক করে কয়জনে গড়ে তুলতে পারছেন। নারী শিশু নির্যাতন বন্ধ করতে পারছে না। সুন্দর দিনের আশা রাখি সময় টা ভালো কাটুক সবার। নিরাপদে সম্মানের সঙ্গে সবাই থাকতে চাই সুন্দর বিশ্ব চাই।

পূর্ববর্তী নিবন্ধট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ
পরবর্তী নিবন্ধদেশপ্রেমের অঙ্গীকার করুন