সুন্দর চরিত্র মানসিক শান্তির একমাত্র অবলম্বন

কাজী নাজরিন | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

মানুষের জীবনকে নিজ গুণে সুন্দরভাবে উপভোগ করতে হয়। জীবন সুন্দর করে তোলার একমাত্র হাতিয়ার হলো সুন্দর চরিত্র। সুন্দর চরিত্রের মানুষ, পরিবার, সমাজ তথা দেশের জন্য সম্পদস্বরূপ। মন ও মননশীলতার বিকাশ ঘটে সুন্দর চরিত্রবলে। অঢেল অর্থসম্পদ থাকলে জীবনে সুখ পাওয়া যায় না যদি চরিত্র সুন্দর না হয় অপরদিকে সুন্দর চরিত্র মানুষের জীবনে অনাবিল সুখ বয়ে আনে। অল্পতেই তুষ্ট থেকে মানুষ সুখ অনুভব করতে পারে সুন্দর চরিত্রের মাধ্যমে। একজন চরিত্রবান মানুষ কখনো খারাপ কাজে যুক্ত হতে পারে না। নীতি নৈতিকতার সার্বিক চর্চা সাধিত হয় সুন্দর চরিত্র গুণে। মানবিক গুণাবলী জাগ্রত হয় সুন্দর চরিত্রের মানুষদের। সমাজ এবং জাতির মানবিক কাজে অবদান রাখতে ভূমিকা পালন করে সুন্দর চরিত্রের মানুষগুলো। যেকোনো ধরনের পাপাচার হতে নিজেকে মুক্ত রাখতে, পাশাপাশি সমাজ হতে পাপ পঙ্কিলতা দূর করতে চরিত্রবান মানুষের ভূমিকা অপরিসীম। সমাজে ঘটে যাওয়া অনৈতিক কাজগুলো দূর করতে প্রতিবাদ গড়ে তোলাও সুন্দর চরিত্রের অধিকারী মানুষের কাজ। প্রকৃতপক্ষে একজন সুন্দর চরিত্রের অধিকারী মানুষ নিজ দায়িত্ববোধ থেকে মানবিক গুণাবলীর দ্বারা মানসিক শান্তি দিতে সক্ষম হয় ঘরে বাইরে সর্ব স্থানে সর্বকালে। যুগে যুগে জনপ্রিয়তার শ্রেষ্ঠ আসনে আসীন আছেন সুন্দর চরিত্রের মানুষগুলো।

সুন্দর চরিত্র ছাড়া মানুষ কখনো প্রকৃত সুখ খুঁজে পায় না। মানসিক অস্থিরতা দূর করতে সুন্দর চরিত্র সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। অসৎ ব্যক্তি সবকিছু থাকা সত্ত্বেও মানসিক ভাবে সুখী হতে পারে না। আলিশান বাড়ি কিংবা বিলাশবহুল গাড়ি থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ অসুখী কেবলমাত্র চরিত্রহীন বলেই অপরদিকে একজন দিনমজুরও দিনশেষে মানসিক শান্তিতে থাকতে পারে সুন্দর চরিত্রের মাধ্যমে। সুন্দর চরিত্র জীবনকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম করে তোলে। চরিত্রহীন মানুষ সবকিছু থেকেও অস্থিরতার মধ্য দিয়ে জীবন পার করে। চরিত্রহীনতা মানুষের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। ি বকৃত মস্তিষ্কের অধিকারী মানুষ গুলো নৈতিকতা বিসর্জন দিয়ে পাপ পঙ্কিলতায় জড়িয়ে পড়ে সাজানো গুছানো সংসারকে নরক বানিয়ে দেয়। সব থেকেও সুন্দর জীবন উপভোগ করতে পারে না চরিত্রহীন মানুষগুলো। সবশেষে একটাই কথা, সুন্দরভাবে মানসিক শান্তিতে বেঁচে থাকতে হলে সুন্দর চরিত্রের বিকল্প কিছুই নেই। একমাত্র সুন্দর চরিত্রবলেই মানুষ মানবিকতার পাশাপাশি মানসিক শান্তিতে থাকতে সক্ষম।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী ট্রেন গণভবন অভিমুখে!
পরবর্তী নিবন্ধপবিত্র জুমার দিনের ফজিলত, মাহাত্ম্য ও বিশেষ আমল