সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

সুন্দরবনে একটি বাঘ মারা গেছে, যার মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। রুগ্ন বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা করলেও প্রকৃত কারণ বলতে পারেননি বনকর্মীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে দুবলার চর এলাকার টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সে সময় তারা ফাঁড়ি সংলগ্ন রুপার খাল এলাকায় চরে বাঘটিকে মৃত দেখতে পান। দুইএক দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটি রোগাক্রান্ত। বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘ সাধারণত ১৫২০ বছর বাঁচে। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মাথা সংগ্রহ করে ঢাকায় বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে বলে জানান ওই বন কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২ মিলিয়ন ডলার দিবে জাপান
পরবর্তী নিবন্ধকোভিড টিকা কেনার ঋণ বাড়াল বিদেশি অর্থছাড়