সুনেরাহ’র ‘পঁচিশ’

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সমপ্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সিরিজটির নাম ‘পঁচিশ’। এটি নির্মাণ করেছেন বিউটি সার্কাস সিনেমার পরিচালক মাহমুদ দিদার। সুনেরাহ বলেন, ওয়েব সিরিজটির শুটিং শেষ করেছি। আমার চরিত্রে চ্যালেঞ্জ আছে অনেক। সিরিজে এমন কিছু দৃশ্যে কাজ করেছি, যা দর্শকরা দেখলে অবাক হবে। গল্পটা থ্রিলারধর্মী। তিনি আরও বলেন, ১২ দিনের কাজ ৭ দিনে করেছি। না ঘুমিয়ে কাজটা শেষ করতে হয়েছে। সব মিলিয়ে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। ৮ পবের্র সিরিজের প্রযোজক ও গল্পকার কামরুন্নেসা মীরা। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন মাহমুদ দিদার। ওটিটি প্ল্যাটফরম বিঞ্জের ঈদের স্পেশাল ওয়েব সিরিজ এটি। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, ইয়াশ রোহান। ‘ন ডরাই’ ছবিতে সফল হওয়ার পর করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থেকেছেন সুনেরাহ। সময়টা কি করে কাটিয়েছেন প্রশ্ন করলে তিনি বলেন, প্রথম লকডাউন যে মানসিক আঘাত দিয়েছিল তাতে বুঝে গিয়েছি কীভাবে এমন সময় কাটাতে হবে। তাই এবারের লকডাউনে তেমন সমস্যা হয়নি। ঘরে বসে নিজের কাজ করেছি। তবে কিছু কাজ পিছিয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। অভিনয়ের অনুশীলন করেছি। এদিকে এর মধ্যে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গেছে তাকে। তবে এখনো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হননি। সুনেরাহ জানান, নতুন ছবি নিয়ে কথা হচ্ছে। শিগগির নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঈদে ‘পরাণ’ মুক্তির পরিকল্পনা
পরবর্তী নিবন্ধ২০২৫ সালের মধ্যে চালকবিহীন গাড়ি