টেকনাফের শীলখালি মৌজায় বঙ্গবন্ধু ব্লু–ইকোনোমি গবেষণা কেন্দ্রের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত ২৪ নভেম্বর চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ভূমির সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন, চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের সভাপতিত্বে এবং চবি এস্টেট শাখার প্রশাসক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, চবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ–উল–আলম এবং শুভেচ্ছা বক্তব্য দেন, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চবি ফাইন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং শীলখালি ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
উপাচার্য বলেন, এ গবেষণা কেন্দ্রটি নির্মিত হলে চবি এবং দেশের সুনীল অর্থনীতি গবেষণায় সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে। এতে একদিকে সমুদ্র বিজ্ঞানের শিক্ষক–গবেষক এবং শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন তেমনি তাঁদের গবেষণার মাধ্যমে দেশ–জাতিও উপকৃত হবে। আমরা এখন শুধু স্বপ্ন দেখিনা, স্বপ্ন বাস্তবে রূপ দিতে জানি। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। প্রেস বিজ্ঞপ্তি।