সুনামগেঞ্জর শাল্লা উপজেলার প্রত্যন্ত জনপদে বন্যায় বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে আবারো মানবতার হাত বাড়িয়ে দিলো সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল ২৭ জুন সাইফ পাওয়ারটেকের পক্ষ হতে ৫০০ পরিবারের হাতে চাল, ডাল, আলু, শুকনা খাবার, ওর-স্যালাইন, শিশু খাদ্য (পাউডার দুধ), বিশুদ্ধ খাবার পানি ও অন্যান্য দ্রব্যাদি হস্তান্তর করা হয়।
সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পূর্নবাসনকারী র্যাবের মহা পরিচালক ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুনের কাছে।
উদ্ধারকাজে নিয়োজিত র্যাব এর মহাপরিচালক বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।