সুনাগরিক তৈরি করতে সুশিক্ষার বিকল্প নেই

এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২০২১ এর বিদায় সংবর্ধনা মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী। তিনি বলেন, বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে শিক্ষাই উন্নয়নের একমাত্র হাতিয়ার। সুনাগরিক তৈরি করতে সুশিক্ষার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামরুল ইসলাম, মোশাররফ হোসাইন, জাহাঙ্গীর আলম, সাহাবউদ্দীন, অধ্যাপক তুষার কান্তি ভারতী, অধ্যাপক শাহেদুল ইসলাম প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের কল্যাণে দোয়া ও মুনাজাত করেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক কারী নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক উম্মে হাবিবা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলন্ডন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের যাত্রা শুরু