চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি উম্মে সালমা নিঝুম। তিনি উদ্ভিদবিদ্যা বিভাগেরও সাবেক শিক্ষার্থী। সমাবর্তন নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সমাবর্তন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি এক সুদীর্ঘ পথচলার অমূল্য স্বীকৃতি, এক অসামান্য আবেগের নাম। কল্পনায় বহুবার যে দিনের ছবি এঁকেছি, আজ সে দিনটি সত্য হয়ে ধরা দিচ্ছে। আজ যখন পিছন ফিরে দেখি প্রথম দিনের সেই অচেনা উদ্বেগ, নতুন বন্ধুর হাতে ধরা প্রথম নির্ভরতা, পরীক্ষার আগে রাত জাগা ভয়; সবকিছু যেন একেকটা ধুলোমাখা চিঠি, যা হৃদয়ের খামে আজও অমলিন হয়ে আছে। আজ ক্যাপ আর গাউন পরে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন একটা অধ্যায় শেষ। কিন্তু! গল্পটা এখানেই থেমে থাকবে না বরং শুরু হবে নতুন পথের, নতুন চ্যালেঞ্জের, আর নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলার এক নতুন যাত্রার। দীর্ঘ প্রতীক্ষার পর এই স্বপ্নপূরণের মুহূর্তে আমরা সত্যিই ভাগ্যবান কারণ আমরা এক ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আর এটি বাস্তবায়নের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রজ্ঞা, আন্তরিকতা ও অঙ্গীকার। আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।