সুদীপ্ত হত্যা মামলা : আসামি আবু জিহাদ কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার চার্জশিটভুক্ত এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত আবু জিহাদ সিদ্দিকী নামের ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দীর্ঘদিন পলাতক থাকার পর ১৯ নম্বর চার্জশিটভুক্ত এ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করে। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা মামলা দায়ের করেন। চলতি বছরের শুরুর দিকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশটি দাখিল করে। উক্ত চার্জশিটে খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে নগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের নাম উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা আজিজুল হক ৬ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধমামলার প্রধান আসামি দেলোয়ার গ্রেপ্তার