সুদানের এল–ফাশের দখল করার কয়েক দিনের মধ্যেই র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মিলিশিয়া বাহিনী শহরের প্রধান হাসপাতালে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে খবর দিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান।
তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, হাসপাতালে ৪৬০ জনকে হত্যার ঘটনায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বিস্মিত ও গভীরভাবে শোকাহত।
এর আগে সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছিল, আরএসএফ যোদ্ধারা মঙ্গলবার সৌদি হাসপাতালে যাকে পেয়েছে–রোগী, তাদের আত্মীয়স্বজন এবং উপস্থিত অন্য সবাইকে নির্দয়ভাবে হত্যা করেছে।
সংগঠনটি নিহতের সুনির্দিষ্ট সংখ্যা না জানিয়ে বলেছে, শহরের চিকিৎসা কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানায়’ পরিণত করা হয়েছে। নেটওয়ার্কটি অভিযোগ করেছে, আরএসএফ চারজন ডাক্তার, একজন ফার্মাসিস্ট ও একজন নার্সকে অপহরণ করেছে এবং তাদের মুক্তির জন্য দেড় লাখ ডলারের বেশি মুক্তিপণ দাবি করছে। খবর বিডিনিউজের।
 
        
