সুদানে ভেস্তে গেল যুদ্ধবিরতি

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:৪৪ পূর্বাহ্ণ

সুদানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হওয়ার মুহূর্তেই রাজধানী খার্তুমে নতুন করে গোলাগুলিতে ভেস্তে গেছে। দেশটিতে লড়াই থামাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের চাপের মুখে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের জেনারেলরা মঙ্গলবার সন্ধ্যা থেকে এই যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছিলেন।

বলা হয়েছিল, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে (জিএমটি ১৬:০০) যুদ্ধবিরতি শুরু হবে এবং ২৪ ঘণ্টা পার হওয়ার পর যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। কিন্তু এরপরও খার্তুমে তুমুল গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার অধিবাসীরা। খবর বিডিনিউজের।

খালিদ সাদ নামের এক অধিবাসী জানান, সারাদিনই গুলির শব্দ পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে জঙ্গিবিমান মাথার ওপর চক্কর দেওয়ার শব্দ। তারা ২৪ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু তারপরও বিমান, গোলাগুলি, বোমা হামলা এখনও চলছে। তারা যা বলে সে কথায় কোনও শ্রদ্ধাও তাদের নেই।

লড়াইয়ের কারণে দুর্ভোগে পড়া সাধারণ মানুষদের জন্য জরুরি পণ্য সরবরাহ ও চিকিৎসা সেবার ব্যবস্থা করার জন্য যুদ্ধবিরতি করতে রাজি হয়েছিলেন সুদানের দুই বিবাদমান পক্ষের জেনারেলরা। গত শনিবার থেকে সুদানের সামরিক বাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তুমুল লড়াই শুরু হয়েছে। এ লড়াইয়ে মাত্র তিন দিনে ১৮৫ জন নিহত হয়েছেন। ১৮শর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

রাজধানী খার্তুমসহ আশেপাশের কয়েকটি নগরীতে বিমান হামলা, গোলা বর্ষণ এবং ছোট ছোট ভারি অস্ত্র নিয়ে তুমুল লড়াই চলছে।

পূর্ববর্তী নিবন্ধবাখমুতে ভারী আর্টিলারিসহ বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া
পরবর্তী নিবন্ধবেইজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২৯