সুদানে নিহত ছয় সেনা সদস্যের মরদেহ ঢাকায়

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। গতকাল শনিবার বেলা ১০টা ৫০ মিনিটে কফিন বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে আইএসপিআর। খবর বিডিনিউজের।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মরদেহগুলো সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টার যোগে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হবে। এরপর সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

গত ১৩ ডিসেম্বর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি নিহত এবং আটজন আহত হন। নিহতরা হলেনকর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত শান্তিরক্ষীরা হলেনলেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান
পরবর্তী নিবন্ধফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালক ফের রিমান্ডে