সুদানে সামরিক সরকারের পাল্টায় বিকল্প সরকার গঠনের ঘোষণা দিয়েছে দুই বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আধা সামরিক এই বাহিনীর নেতা মোহামেদ হামদান হেমেদতি দাগালো বলেছেন, তারাই কেবল সুদানের বাস্তবসম্মত ভবিষ্যৎ নির্মাণ করতে পারবেন। ক্ষমতার দ্বন্দ্বে দুই বছর আগে সামরিক বাহিনীর সঙ্গে আরএসএফের যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়, তা এরই মধ্যে উত্তর আফ্রিকার দেশটিতে বিশ্বের সর্ববৃহৎ মানবিক সঙ্কট সৃষ্টি করেছে। গৃহযুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে লন্ডনে উচ্চ পর্যায়ের একটি সম্মেলনের মধ্যেই আরএসএফের এ পাল্টা সরকার গঠনের ঘোষণা এল। খবর বিডিনিউজের।
সুদানের দারফুরে সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের এখনো তীব্র লড়াই চলছে। সেনাবাহিনী বলেছে, তারা আল–ফাশের শহরের বাইরে আরএসএফের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দুই পক্ষের এই লড়াইয়ের কারণে জমজম শরণার্থী শিবির থেকে লাখো মানুষ পালিয়ে অন্যত্র চলে গেছে। আমরা আধিপত্য চাই না, ঐক্য চাই।