সুজুকির অত্যাধুনিক মডেলের দুটি গাড়ি বাজারে নিয়ে এলো উত্তরা মোটর্স

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৯ অপরাহ্ণ

বাংলাদেশে সুজুকি প্যাসেঞ্জার ভেহিকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো দুটি নতুন মডেলের অত্যাধুনিক ডিজাইনের কমপ্যাক্ট সুজুকি ফ্রনক্স এবং স্মার্ট, সাশ্রয়ী সুজুকি সেলেরিও।

গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিশেষ প্রারম্ভিক মূল্যে নতুন এই মডেল দুটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টার, তেজগাঁও গুলশান লিংক রোডে এই দুটি মডেল সুজুকি ফ্রনক্স ও সুজুকি সেলেরিওর যৌথভাবে উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান এবং ডিরেক্টর, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন এবিএম হুমায়ুন কবির। এ সময়ে উত্তরা মোটর্সের ঊর্ধ্বন কর্মকর্তাগণের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট লিডার, সুজুকি গ্রাহক এবং অংশীদারবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান বলেন, সুজুকি ফ্রনক্স ও সুজুকি সেলেরিও উন্মোচন বাংলাদেশের মানুষের কাছে বিশ্বমানের গাড়ি পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। এই মডেলগুলোর মধ্যে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি, দ্বক্ষ সুরক্ষা ব্যবস্থা এবং চমৎকার জ্বালানি সাশ্রয়ী যা গ্রাহকদের পরিবর্তনশীল লাইফস্টাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সুজুকি ফ্রনঙ এই এসইউভিটিতে রয়েছে ১.লিটার ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি পেট্রোল ইঞ্জিন, স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রামসহ হিল হোল্ড এসিস্ট এবং অত্যাধুনিক সেফটি সিস্টেম, যা স্টাইল এবং পারফমেন্সের নিখুঁত সমন্বয় প্রদান করে।

সুজুকি সেলেরিও : এই হ্যাচব্যাকটিতে রয়েছে বিএস৬ কমপ্লেইন্ট ১.লিটার কে ১০ ইঞ্জিন, অটোমেটেড গিয়ার শিফট, ৬টি এয়ারব্যাগ, পুশ স্টার্ট/ স্টপ বাটন, স্মার্ট প্লে স্টুডিওর সাথে স্মার্ট ফোন রিমোট কানেক্টিভিটি এবং হিল হোল্ড এসিস্টসহ বিভিন্ন ফিচার। জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি দিবে নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং। এছাড়াও ৩২ লিটার ফুয়েল ট্যাংক, ৮৩৫ কেজি কার্ব ওয়েট এবং ৫ জনের আসন ক্ষমতাসহ সেলেরিও শহুরে জীবনের জন্য পারফেক্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যূনতম দেড় হাজার টাকা দরে ভারতে ১২শ টন ইলিশ রপ্তানির অনুমতি
পরবর্তী নিবন্ধসিডিএ ফ্লাইওভার এখন শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক