প্রথম আলো, চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ আলোকচিত্রী সাংবাদিক সৌরভ দাশের পিতা সুজিত দাশ (৭২) মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার রাত ১১টা ২০মিনিট চট্টগ্রাম নগরের বাসায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে গ্রামের বাড়ি পটিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে পারিবারিক শ্মশানে তাঁকে সৎকার করা হয়। তাঁর মৃত্যুতে সিপিজেএ সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।