সুগন্ধি নিয়ে আপত্তি, হাতাহাতি দুই মহিলা যাত্রীর, দু’ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

এত ঝাঁঝালো গন্ধ কেন? পাশে বসা যাত্রীকে প্রশ্ন করেছিলেন সহযাত্রী। আর তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। সেই গন্ডগোল শেষ অবধি পৌঁছোল হাতাহাতিতে। দুই যাত্রীকে নিয়ে তখন বিমানের মধ্যে হুলস্থুল। সহযাত্রীরা থামানোর চেষ্টা করছিলেন দু’জনকেই। বিমানসেবিকাও তাদের গন্ডগোল মেটানোর জন্য ছুটে আসেন। এত কিছু করেও দু’জনকে আটকানো যাচ্ছিল না। এদিকে, বিমান ছাড়ারও সময় হয়ে গিয়েছিল। কিন্তু সুগন্ধি নিয়ে দুই যাত্রীর লড়াইয়ে সেই সময়ও পেরিয়ে গেল। প্রায় দু’ঘণ্টা পর যাত্রীদের নিয়ে উড়ল বিমান। এমনই আজব একটি ঘটনা ঘটেছে চীনের সেনজেন এয়ারলাইন্সের একটি বিমানে। বিবাদের সূত্রপাত এক জনের গায়ে মাখা সুগন্ধি, অন্য জনের গায়ের দুর্গন্ধ নিয়ে। খবর আনন্দবাজারের। বিমান সংস্থা সূত্রে খবর, পাশাপাশি আসনে বসেছিলেন দুই মহিলা যাত্রী। তাদের মধ্যে হঠাৎই একজন অন্যজনের গায়ের দুর্গন্ধ নিয়ে আপত্তি জানান। কেন সুগন্ধি মাখেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন। এ কথা শোনার পর ওই যাত্রী তার সহযাত্রীকে পাল্টা প্রশ্ন করেন, আপনি এত ঝাঁঝালো সুগন্ধি মেখেছেন কেন? আমার অসহ্য লাগুছে। ব্যস, শুরু হয়ে যায় তর্কাতর্কি। দুর্গন্ধ বনাম ঝাঁঝালো সুগন্ধি নিয়ে সেই তর্কাতর্কি আচমকাই হাতাহাতিতে পৌঁছোয়। এক বিমানসেবিকা এসে বিবদমান দুই যাত্রীকে থামানোর চেষ্টা করতে গিয়ে আহতও হন। দুই যাত্রীর মারামারি জেরে বিমানও ছাড়তে দেরি হয়। অবশেষে দু’জনকে সরিয়ে দেওয়া হয়। দু’ঘণ্টা পর বিমান গন্তব্যের অভিমুখে রওনা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাথায় গুলি নিয়েই চলে গেল জুলাই আন্দোলনে আহত কিশোর
পরবর্তী নিবন্ধমিয়ানমারের ভূমিকম্প দুর্গত এলাকায় থাকা মার্কিন ত্রাণ টিম বরখাস্ত