সুখ

সৈয়দ জিয়াউদ্দীন

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

ইনিও বলেন তিনিও বলেন বদলে গেছে সমাজ

কথায় কাজে ছোট বড় নেই শরম ও লাজ,

যা খুশি আজ বলতে পারে কেউ মানে না দোষের

উচিৎ কথা যে বলে সে মুখে পড়ে রোষের।

আজকাল নাকি সবকিছুতেই মাফিয়াদের রাজ

আসল ছেড়ে উপরি পাওয়াই যেন আসল কাজ,

নিয়ম নীতি কথার কথা শুধু মুখে মুখে

মানবতা সবখানেতে মরছে ধুকে ধুকে।

সকল কিছু থাকার পরেও একজনও নয় সুখি

যা কিছু তার পাওনা ছিল পেয়েও সে দুঃখী,

সুখ দুঃখ এক বহতা নদীর দুই কুল দুই পাড়

উভয় দোষে পরস্পরে দুঃখের পাড়টি তার।

আসল কথায় সুখ কারে কয় মানুষে না জানে

তাইতো সুখের ঠিক সংজ্ঞাটি পায় না অভিধানে,

যেদিন মানুষ আঁকবে নিজের সুখের সীমারেখা

সেদিন পাবে সত্যিকারের সুখ পাখিটার দেখা।

পূর্ববর্তী নিবন্ধআমার এমন কী হয়েছে
পরবর্তী নিবন্ধস্বপ্নছায়া