সুখ পাখি

মনজু আলম | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

সুখ পাখিটার অসুখ এখন

চুপটি মেরে থাকে,

সুরেলা স্বর বেসুর বাজে

অচিন সুরে ডাকে!

দুখের দস্যিপণায় এখন

তার যে টেকা দায়,

হায় রে আমার সুখ পাখি টা

মলিন মৃতপ্রায়!

যতই করি যত্ন খাতির

সব সময় আধ মরা

ভর বরষায় হৃদয় যেনো

বিরান ধু ধু খরা।

সুখ বিলাসী অবুঝ হৃদয়

সুখ স্বপনে ভাসে,

সুখ যেনো এক শিশির কণা

শীতের দূর্বাঘাসে।

সুখ পাখি রে সবাই খোঁজে

কোথায় সে যে থাকে ?

হেথা সেথা কোথাও নয়

মনের আঁকে বাঁকে।

পূর্ববর্তী নিবন্ধআমার বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকৃষ্ণপক্ষের স্মৃতি