সুখের সন্ধান না করে নগরকে পরিবেশবান্ধব রাখতে হবে

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে মেয়র

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পৃথিবীতে মানুষ সুখের সন্ধানে থাকে। এ কারণে তথ্য-প্রযুক্তির ব্যবহার অতিরিক্ত পরিমানে বেড়েছে। যেমন বাসা বাড়িতে রেফ্রিজারেটর, এসির ব্যবহার, প্রাইভেট গাড়ির ব্যবহার, সরকারের পাশাপাশি বেসরকারি উড়োজাহাজের ব্যবহার বেড়েছে। এসব সুবিধা একদিকে পৃথিবীকে হাতের মুঠোয় এনে জীবন-যাপনকে সহজ করে দিলেও, গাড়ি ও উড়োজাহাজের কালো ধোয়া, মিথেন গ্যাস পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে। এজন্য মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে নগরকে পরিবেশবান্ধব রাখতে হবে।
তিনি গতকাল সোমবার নগরীর টাইগারপাসস্থ কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে চসিকের সহযোগিতায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ড এলআইইউপিসি প্রকল্পের উদ্যোগে ‘বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘পরিবেশবান্ধব নগর গড়ি, কার্বণ নিঃসরণ সীমিত করি’। ১৯৮৫ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের ১ম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী এস.এম. মনিরুজ্জামান। বক্তব্য রাখেন এলআইইউপিসির(ইএনডিপি) টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক এমএন্ডইর অফিসার মো. মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীব্যাপী পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। একদিকে মানুষ বাড়ছে, অন্যদিকে ফসলি জমি দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশ হচ্ছে আয়তনের দিক থেকে ক্ষুদ্র কিন্তু জনসংখ্যায় তুলনামূলক ভাবে অনেক বেশি। তাই এখানে পরিকল্পিত বসতি এখন থেকে গড়ে তোলা না গেলে ভবিষ্যতে আবাসন একটি বড় সমস্যা হিসেবে রূপ নেবে। এ জন্য আমাদের সজাগ, সতর্ক হয়ে পরিকল্পিত বসতি গড়ার প্রয়াস এখন থেকেই শুরু করতে হবে। শুরুতে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের নিয়মিত মাসিক সভা
পরবর্তী নিবন্ধশিশুদের ন্যায্য অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : ডিসি