নয়ন পানে নয়ন টানে
হাজার ফুল ফোটে
একটু ছোঁয়া, একটু কথা
একটু হাসি,একটু লাজ।
হৃদয় পানে হৃদয় ছোটে
লজ্জা ফোটে ঠোঁটে।
আমাদের এই সুখের পিছু
ছায়ার মত নাই তো কিছু,
যেটুকু দিই, যেটুকু পাই
তার চেয়ে বেশি আর কিছু নাই।
শিপ্রা দাশ | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ