সুখের পিছু

শিপ্রা দাশ | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

নয়ন পানে নয়ন টানে
হাজার ফুল ফোটে
একটু ছোঁয়া, একটু কথা
একটু হাসি,একটু লাজ।

হৃদয় পানে হৃদয় ছোটে
লজ্জা ফোটে ঠোঁটে।

আমাদের এই সুখের পিছু
ছায়ার মত নাই তো কিছু,
যেটুকু দিই, যেটুকু পাই
তার চেয়ে বেশি আর কিছু নাই।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পরিচয়পত্রে বানান বিভ্রাট
পরবর্তী নিবন্ধপবিত্র রমজানের শুভ্রতার ছোঁয়া লাগুক সকল হৃদয়ে