সুখের গোলাপ

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ফুটতো যখন সুখের গোলাপ

আমার বাগানে,

তোমার মুখর পদচারণা

তখন ছিলো ওইখানে।

বাগানখানা আজ আগাছায় ভরা।

ফোটে না ফুল একটাও।

তোমার চির চেনা ছায়াটা আজ

হারিয়ে গেছে।

নেই কোথাও।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন বিলাস
পরবর্তী নিবন্ধশুনি কড়া নাড়ার শব্দ